Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প: প: দপ্তরের সিটিজেন চার্টার

উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের সিটিজেন চার্টার :

১। মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদান।

২। পরিবার পরিকল্পনা ও পুষ্টি কার্যক্রমের পরামর্শ প্রদান ও পরিকল্পনা প্রনয়ন, কর্মসূচী বাস্তবায়ন, তদারকী, মনিটরিং এবং  দায়িত্ব পালন করা।

৩। অধীনস্থ কর্মকর্তা/ কর্মচারীদের কারিগরি ও প্রশাসনিক নিয়ন্ত্রন করা।

৪। তথ্য, শিক্ষা ও যোগাযোগ কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহন।

৫। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ , তথ্যসরবরাহ ও তার ব্যবহার নিশ্চত করা।

৬। কর্মচারী ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, উপকরন সংগ্রহ ও সরবরাহ নিশ্চত করা।

৭। স্থায়ী পদ্ধতি ও ইমপ্লানন কর্যক্রম পরিচালনা করা।

৮। পরিবার পরিকল্পনা কার্যক্রমের ক্লিনিক্যাল পদ্ধতির গুনগতমান নিশ্চত করা।

৯। অনুর্ধ ৫ বছরের শিশুদের যথাযথ চিকিৎসা ও গ্রোথ মনিটরিং নিশ্চিত করা।

১০। পরিবার পরিকল্পনা কার্যক্রমের নন-ক্লিনিক্যাল পদ্ধতির গুনগতমান নিশ্চত করা।

১১। অপারেশন পরবর্তী জটিলতার দ্রুতচিকিৎসা করা এবং প্রয়োজন অনুযায়ী অপারেশন পরবর্তী জটিল রোগীদের উন্নততর হাসপাতালে প্রেরণ করা।

১২। সরকার/ উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা

ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের সিটিজেন চার্টার :

১। কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চত করা।

২। কেন্দ্রে পাক্ষিক সভা ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা কমিটির সভায় অংশ গ্রহন।

৩। ইউনিয়নে মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি সেবা প্রদান ব্যবস্থা উন্নিত করার পক্ষে নতুন ধরনের কর্মসূচীর পরিকল্পনা প্রনয়ন করা।

৪। ইউনিয়নের সকল গর্ভবতী মায়েদের তালিকা পরিবার কল্যাণ সহকারী ও পঃ পঃ পরিদর্শকের সহযোগীতায় প্রনয়ন,  দু’মাস অন্তর নবায়ন এবং সংরক্ষন।

৫।সকল গর্ভবতী মায়েদের ইতিহাস নেয়া, গর্ভবতী পরিচর্যা কার্ড পুরন করা, শারীরিক পরিক্ষা যথা- জরায়ুর উচ্চতা পরিমাপ, ফিটল হার্ট সাউন্ড, মার্তৃগর্ভে শিশুর অবস্থান নির্নয়, ওজন , রক্তচাপ, ইডিমা ইত্যাদি সম্পাদন করা সহসকল গর্ভবতী মায়েদের নিয়োমিত সেবাসহ ফলো আপ করা।

৬। সকল গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিত করনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া

৭। কেন্দ্র স্বাস্থ্য ও পুষ্টি অধিবেশন পরিচালনা করা এবং সকল তথ্য স্বাস্থ্য শিক্ষা রেজিষ্টারে রেকর্ড করা।

৮। কেন্দ্রে আগত সকল মায়েদের পরিবার পরিকল্পনা ব্যবস্থা গ্রহনে উদ্ধুদ্ধ করা।আগত সকল সক্ষম দম্পতিদের চাহিদা এবং উপর্যুক্ততা বিচার করে সঠিক পদ্ধতি গ্রহনে উৎসাহ প্রদান ও পরামর্শ দান।

৯। পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহনকারীদের জটিলতা নিরসনে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), মেডিকেল অফিসার (পরিবার কল্যাণ) এর নিকট রেফার করা এবং নিয়মিত ফলো আপ নিশ্চিত করা।

১০। কেন্দ্রে পরিবার পরিকল্পনা স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতির ক্যাম্প অনুষ্ঠানের আয়োজনে সহায়তা করা। অস্ত্রোপচারপূর্ব,অস্ত্রোপচারকালীন ও অস্ত্রোপচারোত্তর সকল কর্যক্রমে অস্ত্রোপচার চিকিৎসক কে সার্বিক সহযোগিতা করা।

১১। পরিবার পরিকল্পনা বিষয়ক সকল ধরনের তথ্য প্রদান।

১২। সরকার/ উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা।