Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
সারেংকাঠী ইউনিয়নের প্রকৃতি
বিস্তারিত

সন্ধ্যা নদীর কোলঘেঁষা প্রাকৃতিক সবুজের লীলা ভূমি সারেংকাঠী ইউনিয়ন। বিস্তীর্ণ ফসলের মাঠ আর গাছ-গাছালির সমারোহে অনন্য এ ইউনিয়ন। বৈচিত্রে ভরপুর সারেংকাঠী ইউনিয়নের উত্তরে সোহাগদল ইউনিয়ন, দক্ষিণে গুয়ারেখা ইউনিয়ন, পশ্চিমে দৈহারী ও গুয়ারেখা ইউনিয়ন এবং পূর্বে সন্ধ্যানদী ও সমুদয়কাঠী ইউনিয়ন।

        ১৯৭৩ সালে দৈহারী ইউনিয়নের অংশ বিশেষ নিয়ে সারেংকাঠী গ্রামের নামানুসারে এ ইউনিয়নের নাম সারেংকাঠী ইউনিয়ন রাখা হয়।

        ইউনিয়নের মোট আয়তন ৩২৯৯ একর বা প্রায় ৫ বর্গকিলোমিটার, যা নেছারাবাদ উপজেলার ৮.৪১%। এটি নেছারাবাদ উপজেলায় জনসংখ্যার দিক দিয়ে ৮ম এবং আয়তনে ৭ম। ২০০১সালের আদমশুমারী অনুসারে এ ইউনিয়নের লোকসংখ্যা ১২,৮০২।

ইউনিয়নটিতে মোট মৌজার সংখ্যা ৭টি এবং গ্রামের সংখ্যা ১৩টি।

        অত্র ইউনিয়নটি ভৌগোলিক দিক দিয়ে অন্তবর্তী উপকূলীয় এলাকার অন্তর্গত।