Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
সারেংকাঠী ইউনিয়নের প্রধান প্রধান অর্থকরী ফসল
বিস্তারিত

কৃষি সম্পদ: ইউনিয়নের জমির একটি বৃহৎ অংশই কৃষি আবাদের জন্য ব্যবহার হয়ে থাকে। মোট জমির ৮৬% জমিতে ধান চাষ হয়।

         

সমন্বিত চাষ:কৃষি নির্ভর এ ইউনিয়নের চাষাবাদের একটি বৈচিত্র হচ্ছে সমন্বিত চাষ। এ চাষের ধরণ হচ্ছে একখন্ড জমির চর্তুদিকে লম্বালম্বি পরিখা খনন করে, পরিখার মাটি দিয়ে জমির মাঝের অংশটা উঁচু করা হয়। যাতে স্বাভাবিক জোয়ারের পানিতে ডুবে না যায়। এ চাষের ক্ষেত্রে দেখা যায় একই জমিতে সারা বছর বিভিন্ন রকমের ফসল হয়ে থাকে। যেমন- পেয়ারা, আখ, কচু, শীতকালীন সব্জি, মরিচ, সীম ইত্যাদি। পরিখায় প্রচুর মাছ পাওয়া যায়। এ ধরনের তৈরিকরা চাষযোগ্য জমিকে কান্দি বলে।

         

প্রধান অর্থকরী ফসল: অর্থকরী ফসলের মধ্যে রয়েছে নারিকেল, সুপারি, কলা, পেয়ারা, আখ ইত্যাদি। শীতকালে প্রচুর ফুট, বাঙ্গি, তরমুজের চাষ হয়।

         

নার্সারী: গাছের চারা উৎপাদনে ব্যাপক বেসরকারি বা ব্যক্তি মালিকানাধীন উদ্যোগ রয়েছে। এসব নার্সারীতে বাংলাদেশের সকল প্রকার অর্থকরী গাছের চারা পাওয়া যায়।