Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
সারেংকাঠী ইউনিয়নের পশু-পাখি
বিস্তারিত

  *পশু : অনুকুল পরিবেশ ও প্রাকৃতিক বনের অভাবে এ জেলায় বড় বা মাঝারি ধরনের কোন মাংসাশী প্রাণী দেখা যায় না। তবে শিয়াল, খেঁকশিয়াল, বাগডাস, উদবিড়াল, কাঠ বিড়াল, বেজী, গুঁইসাপ, বিভিন্ন প্রকার ইঁদুর ও বাঁদুড় দেখা যায়। জনসচেতনার অভাবে এর অনেক গুলোই বিলুপ্তির দিকে যাচ্ছে।

 

     *পাখি : সারা দেশের মতো এখানেও প্রায় সব ধরনের পাখিই দেখা যায়, যাদের মধ্যে বাজ, চিল, কানি বগা, গো বগা, কালা বগা, কাক ও মাছ রাঙ্গা অন্যতম। এদের পাশাপাশি দোয়েল, কোকিল, হলদি পাখি, ফিঙ্গে, শালিক, বুলবুল, টুনটুনি, শ্যামা, বাবুই, কবুতর ও ঘুঘু দেখা যায়।

 

     *মাছ : বিভিন্ন প্রজাতির মিঠা পানির মাছ এখানে পাওয়া যায়। জনপ্রিয় মাছগুলো হল- রুই, কাতলা, মৃগেল, কালবাউশ, আইড়, টেংরা, মাগুর, শিং, শোল, বোয়াল, গজার, পাবদা, কই, মুড়লা, পুটি, বাইন, চেলা ইত্যাদি। এর পাশাপাশি কার্প জাতীয় মাছ, তেলাপিয়া, নাইলোটিকা, পাংগাস পুকুর ও দীঘিতে চাষ করা হয়।