Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
সারেংকাঠী ইউনিয়নের যোগায়োগ ব্যবস্থা (রাস্তা ও সড়কের চিত্র)
বিস্তারিত

অসংখ্য নালা/খালে বিভক্ত ছোট আয়তনের সারেংকাঠী ইউনিয়নটি পলল ভূমি দ্বারা গঠিত। জোয়ার-ভাটার প্রাকৃতিক নিয়মে ভূমির উর্বরতা যেমন অনেক বেশী, ঠিক তেমনি অনুকুল আবহাওয়ায় অতি সহজে লতা-গুল্ম, ফুল-ফল, শষ্য-বৃক্ষ জন্মায়। প্রকৃতির অপার উদারতায় সারেংকাঠী ইউনিয়ন সবুজের সমারোহে সুশোভিত। সমগ্র ইউনিয়ন যেন বৃক্ষচ্ছাদিত অরণ্য, মানুষের নিপুণ হাতে সাজিয়ে তোলা, যার প্রান্তরে প্রান্তরে শুধু সবুজের ছোঁয়া।

 

        জলবায়ু: এ এলাকার জলবায়ু গ্রীষ্মমন্ডলীয়। এখানকার আবহাওয়া বেশ গরম ও আর্দ্র। গ্রীষ্মে তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত ওঠে। আপেক্ষিক আর্দ্রতা আগষ্ট থেকে ফেব্রুয়ারী পর্যন্ত প্রায় ৪৪% এবং মার্চ থেকে আগষ্ট পর্যন্ত প্রায় ৭৭% থাকে। বাৎসরিক গড় বৃষ্টিপাত প্রায় ১৯১ সেন্টিমিটার। জুন থেকে আগষ্ট পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত হয়।

 

     মাটি: এ ইউনিয়নের মাটি মূলত ২ ধরনের।

       (ক) পদ্মা-মেঘনা অববাহিকার লবণ বিহীন পলি-কাদা-মাটি ও

       (খ) জলোচ্ছাসের ফলে মৃদু লবনাক্ত পলি-কাদা-মাটি।

সারেংকাঠী ইউনিয়নের রাস্তা ও সড়কের বিবরণ:

(ক) সড়ক ও জনপথ বিভাগের সড়কের পরিমান: ৩ কিলোমিটার

(খ) এলজিইডি'র সড়কের পরিমান: ১৭ কিলোমিটার

(গ) ইউনিয়নের কাঁচা রাস্তার পরিমান: ২৫ কিলোমিটির (প্রায়)